যাতায়াতের দাবি

তোর্সার ফাঁসিরঘাট দিয়ে যাতায়াতের ব্যবস্থা চালু-সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল এসইউসিআই। সোমবার ওই ইস্যুতে কোচবিহারের জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান দলের কর্মীসমর্থকেরা। আন্দোলনকারীদের অভিযোগ, তোর্সার ফাঁসিরঘাটে নৌকা ও বাঁশের সাঁকো পেরিয়ে কোচবিহার ১ ব্লকের টাপুরহাট, পসারীরহাট, সাতমাইল, বালাগ্রাম-সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা কোচবিহার শহরে আসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০১:৩২
Share:

তোর্সার ফাঁসিরঘাট দিয়ে যাতায়াতের ব্যবস্থা চালু-সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল এসইউসিআই। সোমবার ওই ইস্যুতে কোচবিহারের জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান দলের কর্মীসমর্থকেরা। আন্দোলনকারীদের অভিযোগ, তোর্সার ফাঁসিরঘাটে নৌকা ও বাঁশের সাঁকো পেরিয়ে কোচবিহার ১ ব্লকের টাপুরহাট, পসারীরহাট, সাতমাইল, বালাগ্রাম-সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা কোচবিহার শহরে আসেন। অন্য দিকে শহরের বাসিন্দা ও কোচবিহার ২ ব্লকের বাসিন্দারাও নানা কাজে ওই ঘাট পেরিয়ে কোচবিহার ১ ব্লকের বিভিন্ন এলাকায় যান। অথচ এক মাস ধরে ওই ঘাট দিয়ে পারাপার বন্ধ। যদিও ওই ঘাটে পারাপারের টেন্ডার ইতিমধ্যে হয়ে গিয়েছে। এসইউসিআইয়ের কোচবিহার শহর সম্পাদক নেপাল মিত্র বলেন, “প্রায় ১০ কিমি ঘুরপথে বাসিন্দাদের যাতায়াত করতে হচ্ছে। অথচ প্রশাসনের হেলদোল নেই।” প্রশাসন সূত্রের খবর, এ বার নতুন সংস্থা ওই ঘাট পারাপারের টেন্ডার পেয়েছে। নতুন নৌকা তৈরির জন্য কিছুটা সময় লাগছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement