ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি। নিজস্ব চিত্র
বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ফের পাওয়া গেল ব্ল্যাক প্যান্থারের হদিশ। গত দশ দিনে একাধিক ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়। বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় বন্দি হল কালো চিতাবাঘের ছবি। বছরের শুরুর দিন এই ছবি শেয়ার করলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত। বক্সার জৈব বৈচিত্রে নতুন মাইল ফলক এটি, দাবি বনকর্তার।
৩ থেকে ৪ বছর বয়সের ব্ল্যাক প্যান্থার এবার ক্যামেরাবন্দি হয়েছে। ব্ল্যাক প্যান্থার ছাড়াও ভল্লুক ও ক্লাউডেড লেপার্ডের ছবি ক্যামেরা বন্দী বলে দাবি বন দফতরের।বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত জোরের সঙ্গেই জানিয়েছেন, ‘‘পর্যটকরাও এখানে ব্ল্যাক প্যান্থার দেখেছেন।’’
আরও পড়ুন: বনকর্মীদের তৎপরতায় চোরাই শাল কাঠ উদ্ধার
আরও পড়ুন: ধূপগুড়িকে মহকুমা করার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ তৃণমূল কর্মীদের