Ranu Mandal

রানু মণ্ডলের পর বনানী দত্ত, অতীন্দ্রর হাত ধরে আলোকবৃত্তে বালুরঘাটের কন্যা

বালুরঘাট রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা বনানী ইতিমধ্যেই নেট দুনিয়ার শ্রোতাদের কাছ থেকে প্রশংসা পেয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ১৮:৪৮
Share:

বনানী দত্ত। নিজস্ব চিত্র।

অতীন্দ্র চক্রবর্তীর হাত ধরেই আলোকবৃত্তে পৌঁছেছিলেন রানু মণ্ডল। রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিলেন রানু। এ বার সেই অতীন্দ্রর হাত ধরেই আরও এক প্রতিভার উত্থান। তাঁর উদ্যোগেই ভাইরাল হয়ে উঠেছে বালুরঘাটের কন্যা বনানী দত্তের কণ্ঠ। শিল্পীর দাবি, তিনি বলিউডের ডাকও পেয়েছেন।

Advertisement

বালুরঘাট রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা বনানী ইতিমধ্যেই নেট দুনিয়ার শ্রোতাদের কাছ থেকে প্রশংসা পেয়েছেন। সেই সাফল্যের পিছনে রয়েছেন অতীন্দ্র। তাঁর ফেসবুক পেজে আয়োজন করা হয়েছিল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। তাতে অংশ নেন বনানী। বালুরঘাটের মেয়ের গানে এখন মেতেছেন শ্রোতারা।

আত্মপ্রকাশেই সাফল্য পেয়েছেন বনানী। তাঁকে নিজের ছবিতে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন চিত্রনাট্যকর ধীরাজ মিশ্র। এমনটাই জানিয়েছেন বনানী। তাঁর কৃতিত্বে উচ্ছ্বসিত তাঁর মা, বাবা এবং আত্মীয় পরিজনরা সকলেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement