—নিজস্ব চিত্র।
তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে অ্যাসিড হামলা করা হল। সোমবার রাতে মালদহ জেলার ইংরেজবাজারে এই হামলায় অল্পের জন্য রক্ষা পেলেন উপপ্রধানের ছেলে। এই ঘটনায় অভিযোগের তিন পড়শি দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই তৃণমূল উপপ্রধান। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই এলাকা থেকে নিখোঁজ অভিযুক্তরা।
পুলিশ সূত্রে খবর, কাজী গ্রাম পঞ্চায়েতের নওদা বাজার এলাকায় তৃণমূল নেতা মন্টু ইসলামের বাড়িতে অ্যাসিড ছোড়া হয়েছে। হামলার সময় বাড়িতে ছিল তাঁর ছেলে মিজান ইসলাম। মন্টুবাবুর দাবি, তাঁর ছেলেকে লক্ষ্য করেই অ্যাসিড ছোড়া হয়েছে। তবে এই হামলায় গুরুতর আহত হওয়ার থেকে বেঁচে গিয়েছে সে।
ঘটনার পর সোমবার রাতেই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন মন্টুবাবু। পুলিশের কাছে তাঁর অভিযোগ, মাসখানেক আগে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় প্রতিবাদ করেছিলেন তিনি। তার প্রতিশোধ নেওয়ার জন্যই সোমবার রাতে তাঁর বাড়িতে অ্যাসিড হামলা করা হয়েছে। হামলায় কামাল মহলদার এবং গৌস মলদারের নামে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
আরও পড়ুন: মোবাইল টাওয়ারে হামলা নিয়ে রিলায়্যান্সের আবেদনে কেন্দ্র ও পঞ্জাবকে নোটিস হাইকোর্টের
আরও পড়ুন: দেরি করে বাড়ি ফেরার ‘অপরাধে’ ঘুমন্ত স্বামীর মুখে ফুটন্ত তেল ঢেলে দিলেন স্ত্রী!
মন্টুবাবু বলেন, “সোমবার রাতে আমাদের বাড়ির জানলা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে কামাল এবং গৌস। কিন্তু ভেতরে ঢুকতে না পেরে জানলার বাইরে থেকেই আমার ছেলেকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে।”
পুলিশ জানিয়েছে, অ্যাসিড হামলার ঘটনায় উপপ্রধানের ছেলে মিজান ইসলাম আহত হয়েছে। রাতেই তাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার রাতেই লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করলেও অভিযুক্তদের এখন ধরা যায়নি। পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, ঘটনার পর থেকেই গ্রাম থেকে নিখোঁজ অভিযুক্তরা। তাদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।