Abhishek Banerjee

চা শ্রমিক সম্মেলনে আজ বক্তা অভিষেক

রবিবার, শিলিগুড়ি থেকে সড়ক পথে অভিষেকের মালবাজারে পৌঁছনোর কথা। মালবাজারে শনিবার তৃণমূলের চা শ্রমিক সংগঠনের সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধন করেছেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি, মালবাজার শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ০৯:৩৭
Share:

শনিবার বাগডোগরা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

তৃণমূলের একাধিক চা শ্রমিক সংগঠনকে এক ছাতার তলায় আনার পরে, প্রথম কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিতে উত্তরবঙ্গে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যা নাগাদ বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে নামেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক। অভিষেককে স্বাগত জানিয়েছেন শিলিগুড়ির জেলা তৃণমূল সভাপতি পাপিয়া ঘোষেরা। অভিষেককে স্বাগত জানাতে বিমানবন্দরে এবং শিলিগুড়ির রাস্তায় তৃণমূল কর্মীদের ভিড় উপচে পড়েছিল। হিলকার্ট রোডের একটি হোটেলে পৌঁছনোর পরে, জেলা নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অভিষেক। সে বৈঠকে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবও।

Advertisement

আজ রবিবার, শিলিগুড়ি থেকে সড়ক পথে অভিষেকের মালবাজারে পৌঁছনোর কথা। মালবাজারে শনিবার তৃণমূলের চা শ্রমিক সংগঠনের সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধন করেছেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। আজ সম্মেলনের প্রকাশ্য সভায় দুপুর ১টায় বলবেন অভিষেক। অতীতে চা শ্রমিকদের নিয়ে এমন কেন্দ্রীয় ভাবে তৃণমূলের তরফে সম্মেলনের উদাহরণ নেই বলেই দাবি দল সূত্রের। প্রথম দিন সম্মেলন, দ্বিতীয় দিন প্রকাশ্য সমাবেশ— এই ধাঁচও তৃণমূলের চা শ্রমিক সংগঠনে অভিনব। চা বাগান প্রধান ছ’টি জেলা থেকে বারোশা চা শ্রমিক প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন। শ্রমিক প্রতিনিধিদের মধ্যে কারা সম্মেলনে বক্তব্য রাখবেন ঠিক করতে লটারি হয়েছে। ছ’টি বাক্সে সাংগঠনিক জেলা ভাগ করে লটারি হয়। অভ্যন্তরীণ এই বৈঠকে এর পরে, লটারিতে নাম আসা চা বাগানের প্রতিনিধিদের বক্তব্য শোনা হয়। এক শ্রমিক নেতার কথায়, “এত শৃঙ্খলা মেনে সাংগঠনিক পদ্ধতিতে সম্মেলন আগে হয়নি।”

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূলের নাম থাকা বা মনোভাবাপন্ন চা শ্রমিক সংগঠনগুলিকে এক ছাতার তলায় আনার প্রক্রিয়া শুরু হয়। একটি কেন্দ্রীয় সংগঠনও তৈরি হয়। যদিও সে চেষ্টা সফল হয়নি বলেই নেতৃত্বের মতামত। যার জেরে, সমন্বয়ের অভাবে গত লোকসভা ভোটে সাধারণ চা শ্রমিকদের ভোট তৃণমূলের হাতছাড়া হয়ে গেরুয়া বাক্সে চলে যায় বলে মনে করা হয়। তৃণমূল সূত্রের খবর, সম্প্রতি অভিষেক নিজে চা শ্রমিকদের সংগঠন শক্তিশালী করতে উদ্যোগী হয়েছেন। তার পরেই সব শ্রমিক সংগঠনকে এক ছাতার তলায় আনা সম্ভব হয়েছে বলে দাবি করেন তৃণমূল নেতারা।

Advertisement

সম্মেলনের প্রথম দিনে, চা শ্রমিকদের জমির অধিকার, পিএফের টাকা পেতে হয়রানির মতো প্রসঙ্গ ওঠে বলে সূত্রের দাবি। অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের মন্ত্রী বুলু চিক বরাইক, তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরা এ দিনের সম্মেলনে ছিলেন। শ্রমমন্ত্রী মলয় ঘটকের দাবি, “চা শ্রমিকেরা অসমের থেকে এখানে অনেক ভাল আছেন।’’ নানা গোষ্ঠীতে বিভক্ত চা শ্রমিক নেতাদের জন্য আজ অভিষেকের বক্তব্যে বিশেষ বার্তা থাকবে বলে দলের নেতা-কর্মীদের একাংশ মনে করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement