প্রতীকী ছবি।
আঁস্তাকুড়ে পড়ে থাকা মোবাইলের ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে মৃত্যু হল এক শিশুর। শনিবার সকালে মালদহের কালিয়াচক থানা এলাকার রাজনগর ঘোষপাড়ায় ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে বছর তিনেকের শিশু সুরজ মণ্ডলের।
পরিবার সূত্রে খবর, সকাল সওয়া ৬টা নাগাদ মায়ের সঙ্গে আত্মীয়ের বাড়িতে থেকে ফিরছিলেন ওই শিশু। সেই সময় ওই ঘটনা ঘটে। রাস্তার পাশে একটি আঁস্তাকুড়ে আগুন ধরে গিয়েছিল। ওই আগুন থেকেই বিস্ফোরণ ঘটে একটি মোবাইলের ব্যাটারি ছিটকে এসে শিশুর গলায় লাগে। সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই শিশু। এর পর তাকে স্থানীয় বেদরাবাদ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে কালিয়াচক থানার পুলিশ। কী ভাবে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কেউ বিড়ি খেয়ে হয়তো ওই আঁস্তাকুড়ে ফেলেছিলেন। তা থেকে আগুন ধরে আঁস্তাকুড়ে পড়ে থাকা মোবাইলের নষ্ট ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে।