জাল নোট-সহ ধৃত কিশোর। নিজস্ব চিত্র।
মাত্র উনিশ বছর বয়সে মালদহের কালিয়াচকের মহম্মদ আসিফের পরিবারের চার জনকে হত্যার ঘটনা এখনও তাজা। এর মাঝেই সামনে এল সেই কালিয়াচকেরই আর এক ছাত্রের ঘটনা। সেখানকার একটি স্কুলের সপ্তম শ্রেণির প্রথম স্থানাধিকারীকে জাল নোটের কারবারি সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে কালিয়াচকের শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে প্রায় সাড়ে চার লক্ষ টাকার জাল নোট। পুলিশ মনে করছে, টাকার লোভ দেখিয়েই ওই পড়ুয়াকে ফাঁদে ফেলেছিল পাচারকারীরা। পুলিশ চাঁইদের ধরার চেষ্টা চালাচ্ছে।
গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার রাতে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালায়। শাহবাজপুরের ওই ছাত্রের থেকে মিলেছে ৪০০টি ৫০০ টাকার জাল নোট এবং ১২০টি দু’হাজার টাকার জাল নোট। এমন কাণ্ডে স্তম্ভিত পুলিশও। ধৃত ওই ছাত্রের বাড়ি মালদহের কালিয়াচকের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সাধারিটোলায় বাড়ি। ধৃতের বাবা পেশায় দিনমজুর। ছেলের এই কাণ্ডে হতাশ তিনিও।
তদন্তকারীরা মনে করছেন, দীর্ঘ দিন ধরেই জালনোট পাচারকারীরা নাবালক ছাত্রদের ব্যবহার করছে। সেই ফাঁদে পড়েছে ওই ছাত্রটিও। সে ওই বিপুল পরিমাণ জাল নোট কারও হাতে পৌঁছে দিতে যাচ্ছিল। মূলত ‘ক্যারিয়ার’ হিসেবে ব্যবহার করা হচ্ছিল তাদের। ধৃতকে জেরা করে পুলিশ জাল নোট চক্রের মূল চাঁইকে ধরার চেষ্টা করছে। মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, জাল নোটের কারবারি দমনে পুলিশ সক্রিয়। তারই সাফল্য মিলেছে বলে দাবি পুলিশ সুপারের।