নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার। প্রতীকী চিত্র।
জমির নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল ওই এলাকা থেকেই। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির ফুলবাড়িতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা ওই নিরাপত্তারক্ষীকে খুন করল তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম দীপঙ্কর দাস। তাঁর বাড়ি কোচবিহারের ফালাকাটা এলাকায়। একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী ছিলেন তিনি। দীপঙ্কর ফুলবাড়ি ২ অঞ্চলের লক্ষ্মীজোত এলাকায় একটি ফাঁকা জমি দেখাশোনার কাজ করতেন। বুধবার রাতে ওই জমি থেকেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে এনজেপি থানার পুলিশ। মৃতের শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে। দীপঙ্করের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।
দীপঙ্করের আত্মীয় টিকলি বসু বলেন, ‘‘বুধবার রাতে দীপঙ্করকে কয়েক দফা ফোন করেও পাওয়া যায়নি। এর পর আমরা নিরাপত্তা সংস্থাকে ফোন করি। সেই সংস্থার আধিকারিকরা লক্ষ্মীজোতে কর্মস্থলে যান। সেখানে দীপঙ্করের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়।’’ পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ নিয়ে শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ কমিশনার শুভেন্দু কুমার জানিয়েছেন, পুলিশ আধিকারিকরা ঘটনার তদন্ত করছে।