পুলিশের কাছে অভিযোগ দায়ের মোস্তাকিন হাসানের। —নিজস্ব চিত্র
সিভিক ভলান্টিয়ার সেজে এক ধান ব্যবসায়ীর কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার এই ঘটনা ঘটেছে দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাট এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার মোস্তাকিন হাসান নামে ওই ব্যবসায়ী যখন বাড়ি থেকে বুড়িরহাটে ধান কিনতে যাওয়ার উদ্দেশ্যে বার হয়েছিলেন সে সময় কয়েক জন একটি গাড়িতে চড়ে এসে তাঁকে আটক করে। ওই ব্যবসায়ীর সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরেছিল। এর পল তল্লাশির নাম করে ওই ব্যবসায়ীর পকেটে থাকা ১ লক্ষ ২০ হাজার টাকা, মোবাইল এবং বাইকের হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। এর পর দুষ্কৃতীরা মোস্তাকিনের মাথায় আঘাত করে চম্পট দেয়।
মোস্তাকিনের দাবি, দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্র এবং লাঠি ছিল। এই ঘটনার পর সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।’’