পরিবারের সাথে দিঘলগাও গিয়ে দেখা করেন করণদিঘী বিধায়ক গৌতম পাল। নিজস্ব চিত্র।
কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে জখম উওর দিনাজপুরের এক বাসিন্দা। করণদিঘি বিধানসভার দিঘলগাঁও গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন বলে খবর। কাজের সূত্রে পুলওয়ামা গিয়েছিলেন মনিরুল। সেখানে জঙ্গিদের গুলিতে আহত হন তিনি। তাঁর পায়ে ও বুকে গুলি লাগে। স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীরা তাঁকে পুলওয়ামা জেলা হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় পরিবারের সাথে দিঘলগাও গিয়ে দেখা করেন করণদিঘী বিধায়ক গৌতম পাল। মনিরুলের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।
মনিরুলের দাদা হাসানুজ্জামান জানান, সংবাদমাধ্যম থেকে ভাইয়ের জঙ্গিদের গুলিতে জখম হওয়ার খবর জানতে পারেন তিনি। দাদা বলেন, ‘‘আমাদের বাড়িতে স্থানীয় পুলিশ ও বিধায়ক এসেছিলেন। ভাইয়ের খোঁজখবর তাঁরা রাখবেন বলে আশ্বাস দিয়েছেন।’’ করণদিঘির বিধায়ক গৌতম বলেন, ‘‘আমি মনিরুলের বাড়ির লোকের সঙ্গে কথা বলেছি। যদি ওঁরা চান, তবে মনিরুলের চিকিৎসা আমরা কলকাতায় নিয়ে এসে করাবো।’’