এলাকায় ঢুকেছে চিতাবাঘ। তার আতঙ্কে তটস্থ সাধারণ বাসিন্দারা। আর সেই চিতাবাঘ গাছের মগডালে উঠে দোল খাচ্ছে। এমনই দৃশ্য ধরা পড়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদের নকশালবাড়ি এলাকার কালুয়া জোতে।
মেচি নদীর পার্শ্ববর্তী এলাকায় গাছের মগডালে একটি চিতাবাঘকে উঠে বসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বিষয়টি পুলিশ এবং বন দফতরকে জানান। গাছের মগডালে চিতাবাঘ উঠে বসে আছে, তা দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় এসএসবি-র ৪১ নম্বর ব্যাটালিয়নও। কিন্তু চিতাবাঘটি সেই গাছ থেকে নেমে অন্য গাছে উঠে যায়।
চিতাবাঘের গাছ-বদলের জেরে হিমশিম খেতে হয় বন দফতরের কর্মীদের। ঘন্টা তিনেকে চেষ্টায় অবশেষে বন দফতরের পাতা জালে ধরা পড়ে চিতাবাঘটি। স্বস্তি ফেরে এলাকায়।