থানায় অভিযোগ জানাতে লালচাঁদ বর্মনের পরিবার। নিজস্ব চিত্র
পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে খুন হলেন এক শ্রমিক। এ ঘটনা ঘটেছে মালদহের হবিবপুরে। ওই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায়।
সোমবার রাতে হবিবপুরে রাস্তার ধারে আশঙ্কাজনক অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেন পথচলতি মানুষ। গলায় দড়ি জড়ানো অবস্থায় রাস্তার ধারে পড়েছিলেন তিনি। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। জানা যায়, মৃতের নাম লালচাঁদ বর্মন। তিনি হবিবপুরের ধুমপুর গ্রাম পঞ্চায়েতের খানপুরের বাসিন্দা। পেশায় পরিযায়ী শ্রমিক। তাঁর পরিবারের দাবি, রাজস্থানে কাজ করতে যাওয়ার জন্য মিঠুন সাহা নামে আর এক যুবককে ১ হাজার ২০০ টাকা ট্রেনের টিকিট কাটতে দিয়েছিলেন লালচাঁদ। কিন্তু মিঠুন টিকিট না কাটলেও, টাকাও ফেরত দিচ্ছিলেন না বলে অভিযোগ। সেই টাকা উদ্ধার করতে গিয়েই লালচাঁদকে মিঠুনের হাতে প্রাণ হারাতে হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের সদস্যদের।
ওই ঘটনায় মিঠুন এবং তাঁর এক সঙ্গীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে লালচাঁদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার দেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: তৃণমূলে আসতে লাইন দিয়ে দাঁড়িয়ে ৭ সাংসদ, দাবি জ্যোতিপ্রিয়র