চা বাগানে কাজ চলাকালীন নালা থেকে উদ্ধার হল শঙ্খচূড়। আর তার জেরে আতঙ্ক ছড়াল এলাকায়। শনিবার এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়ি এলাকার তুড়িবাড়ি চা বাগানে। বন দফতরের কর্মীরা ওই সাপটিকে উদ্ধার করেছেন।
শনিবার সকালে চা বাগানের ১২ নম্বর সেকশনে কাজ করার সময় শঙ্খচূড় সাপটিকে দেখতে পান শ্রমিকরা। খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বাগানের ম্যানেজারও। এর পর খবর দেওয়া হয় মালবাজার ওয়াইল্ডলাইফ স্কোয়াডের কর্মীদের। খবর পাওয়া মাত্র ওয়াইল্ডলাইফ স্কোয়াডের কর্মীরা এবং পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা পৌঁছন ওই বাগানে। অনেক চেষ্টার পর তাঁরা খাঁচাবন্দি করেন শঙ্খচূড় সাপটিকে। বন দফতর সূত্রে জানা গিয়েছে ওই সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
ওই চা বাগানের ম্যানেজার স্বপনকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘শ্রমিকরা কাজ করছিলেন। তাঁরা প্রথমে দেখতে পান সাপটিকে। আমরা বন দফতরকে সাপটির ছবি তুলে পাঠাই। তাঁরা সাপটিকে দেখে বলেন, ওটা শঙ্খচূড়।’’ সাপটি উদ্ধার করার পর এখন আতঙ্ক-মুক্ত এলাকা।