ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। প্রতীকী ছবি।
চতুর্থ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে ঘরে তালাবন্ধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়েরা। পরে পুলিশ গিয়ে ওই প্রধান শিক্ষককে উদ্ধার করে। তাঁকে আটকও করা হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক। এই ঘটনা ঘটেছে রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্থানীয় হাটমণি-শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মিড ডে মিল এবং ভর্তির ব্যাপারে ডাকা হয়েছিল। ওই ছাত্রীর মায়ের অভিযোগ, অন্য শিক্ষকেরা ক্লাসঘরের বাইরে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে প্রধান শিক্ষক সিদ্ধার্থশঙ্কর রায় বাড়তি সোয়াবিন দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর মেয়েকে ঘরে ডেকে আনেন। এর পর যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। ঘটনার পরে ওই ছাত্রী বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি জানায়। এর পর স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে ওই প্রধান শিক্ষককে স্কুল ঘরেই তালাবন্ধ করে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন।
ওই শিক্ষককে উদ্ধার করে আটক করে রায়গঞ্জ থানার পুলিশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক।