chinese citizen

জাল নোটের জন্য ‘খ্যাত’ মালদহ সীমান্তের কাছে চিনা নাগরিকের ‘অহেতুক’ ঘোরাফেরা, আটক

কালিয়াচকের যে এলাকা থেকে হানকে ধরা হয়েছে, সেখান থেকে বাংলাদেশ সীমান্ত বেশি দূর না। ওই এলাকাটি জালনোটের কাববারের জন্য কুখ্যাত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২১ ১২:১৭
Share:

ধৃত চিনা নাগরিক। নিজস্ব চিত্র।

ভারত-বাংলাদেশ সীমান্ত কাছে এক চিনা নাগরিককে আটক করল বিএসএফ। বৃহস্পতিবার সকালে মালদহ জেলার কালিয়াচকের মিলিক সুলতানপুর এলাকায় ওই চিনা নাগরিককে ঘুরতে দেখা যায়। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয় সেখানে টহলদারিতে থাকা বিএসএফ কর্মীদের। তার পরই তাঁকে আটক করে নিয়ে আসা হয় মোহাদিপুরে বিএসএফ আউটপোস্টে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই চিনা নাগরিকের নাম হান চুনওয়েই। তাঁর কাছ থেকে পাসপোর্ট ছাড়াও উদ্ধার হয়েছে ৩টি মোবাইল, ল্যাপটপ। কালিয়াচকের যে এলাকা থেকে হানকে ধরা হয়েছে, সেখান থেকে বাংলাদেশ সীমান্ত বেশি দূর না। মিরিক সুলতানপুর এলাকাটি জালনোটের কারবারের জন্য কুখ্যাত। অতীতে এই করিডোর দিয়ে নানা অপরাধমূলক কাজের ঘটনা ঘটেছে। এ রকম একটি এলাকায় কি ভুল করে চলে এসেছেন ওই চিনা নাগরিক? না এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে? এই সব তথ্য জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হানকে। তবে তাঁকে জিজ্ঞাসাবাদের সময় ভাষাগত সমস্যায় পড়তে হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

বিএসএফের গোয়ান্দা শাখা কর্তা ও রাজ্য পুলিশের গোয়ান্দাশাখার কর্তারা জেরা শুরু করেছে হানকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হান বাংলাদেশে ঘুরতে এসেছিলেন। কোনওভাবে সীমান্ত পেরিয়ে সে ভারতে ঢুূকে পড়েছে। গোয়েন্দা কর্তাদের অনুমান এই চিনা নাগরিকের মিরিক সুলতানপুরে সন্দেহজনকভাবে ঘোরার পিছনে কোন অসৎ উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। কী উদ্দেশ্য সেটাই জানার চেষ্টা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement