এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
লরি এবং ট্র্যাক্টরের রেষারেষির বলি হল দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়া। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল দুই শিশু। নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই তাদের ধাক্কা মারে ট্র্যাক্টরটি। এক শিশুর মৃত্যু হয় ঘটনাস্থলে। অন্য শিশুটি অল্পের জন্য রক্ষা পেয়েছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জে।
মৃত পড়ুয়ার নাম হরিদাস বর্মণ (৮)। পরিবার সূত্রে জানা যায়, রোজকার মতো মঙ্গলবার সকালে স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল সে। সঙ্গে ছিল তার ক্লাসের এক বন্ধুও। কিন্তু স্কুল যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় হরিদাসের। দুর্ঘটনাটি ঘটে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে দুধুন্ডা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুল যাওয়ার জন্য রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে ছিল হরিদাসেরা। সে সময় সিমেন্ট বোঝাই একটি লরি ওভারটেক করতে যায় একটি ট্র্যাক্টরকে। কিন্তু ট্র্যাক্টরটি লরি জন্য জায়গা না ছেড়ে গতি বাড়িয়ে দেয়। ফলে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলে যায় সেটি। ধাক্কা মারে হরিদাসকে। অন্য শিশুটিও ছিটকে পড়ে রাস্তার উপর। তবে তার আঘাত গুরুতর না হলেও হরিদাস জখম হয়। ঘটনাস্থলেই জ্ঞান হারায় সে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। কিন্তু তাকে বাঁচানো যায়নি। চিকিৎসকেরা শিশুটিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় তারা। দুর্ঘটনার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক লরি এবং ট্র্যাক্টরটি আটক করা হয়েছে। শিশুমৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।