মালদহ মেডিক্যাল কলেজে দুর্ঘটনা। নিজস্ব চিত্র
ছয় তলার সিঁড়ির রেলিং বেয়ে নামতে গিয়ে বেসামাল হয়ে পড়ে মৃত্যু হল বছরের আষ্টেকের এক শিশুর। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে মালদহ মেডিক্যাল কলেজে। পুলিশ ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত শিশুটির নাম হরষিত সিংহ (৮)। তার বাবার নাম বলবীর সিংহ। বলবীর বিহারের কাটিহারের বাসিন্দা। মালদহ শহরের বুড়াবুড়িতলা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকে ওই পরিবারটি। মেডিক্যাল কলেজের সামনে একটি অস্থায়ী খাবারের দোকান রয়েছে বলবীরের। জানা গিয়েছে, হরষিতের মৃগীরোগ ছিল। শুক্রবার সকালে বাবার সঙ্গে দোকানে এসেছিল হরষিত। এর পর সে সকলের অলক্ষ্যে মেডিক্যাল কলেজের আউটডোরের ছয় তলায় উঠে যায়। সেখান থেকে খেলার ছলে সিঁড়ির রেলিং বেয়ে নামতে গিয়ে দুর্ঘটনা ঘটে। ছয় তলা থেকে তিন তলায় পড়ে মাথায় আঘাত পায় হরষিত। তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু তার।
হরষিতের বাবার কথায়, ‘‘ছেলের মৃগীরোগ ছিল বলে ওর উপর সব সময় নজর রাখতাম। কিন্তু ও আজ সকলের নজর এড়িয়েই হাসপাতালের ছয়তলায় উঠে যায়। সেখান থেকেই পড়ে গিয়ে মৃত্যু হয় তার।’’ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, আবহাওয়া খারাপ থাকায় মেডিক্যাল কলেজের আউটডোর ফাঁকা ছিল। যার ফলে সকলের অলক্ষ্যে সহজেই হরষিত মেডিক্যাল কলেজের ছয় তলায় উঠে পড়ে। এর ফাঁকে এই দুর্ঘটনা ঘটে।