Murder

হাত বাঁধা অবস্থায় উদ্ধার ব্যবসায়ীর দেহ, খুন বলে দাবি পরিবারের, চাঞ্চল্য মাথাভাঙায়

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গিয়েছিলেন মনসুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৯:১৭
Share:

বুধবার সকালে হাত বাঁধা অবস্থায় ১৬ নম্বর রাজ্য সড়কের পাশের ঝোপঝাড় থেকে উদ্ধার করা হয় মনসুর আলির দেহ। —নিজস্ব চিত্র।

মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ব্যবসায়ী। বুধবার সকালে হাতবাঁধা অবস্থায় তাঁর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের মাথাভাঙার বেলতলা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মনসুর আলি (৩৫)। তাঁর বাড়ি শীতলখুচি নলগ্রাম এলাকায়।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গিয়েছিলেন মনসুর। এর পর বুধবার সকালে হাত বাঁধা অবস্থায় তাঁর দেহ বেলতলা এলাকার ১৬ নম্বর রাজ্য সড়কের পাশের ঝোপঝাড় থেকে উদ্ধার করা হয়। মনসুরের পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। স্থানীয়েরা মনসুরের দেহ দেখতে পেয়েই মাথাভাঙা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

কোচবিহারের অতিরিক্ত এসপি অমিত বর্মা বলেন, ‘‘সকাল ৭.৪৫ নাগাদ আমরা খবর পাই, একটি দেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম মনসুর আলি। গতকাল রাত থেকে উনি নিখোঁজ ছিলেন। তদন্ত শুরু হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement