dead body

১৭ বছরের কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হোমে, চাঞ্চল্য জলপাইগুড়িতে

এই ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশের ডিএসপি সমীর পাল বলেন, ‘‘সরকারি কোরক হোমে থাকা বিচারাধীন বন্দি এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ২৩:১৩
Share:

প্রতীকী ছবি।

১৭ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা‌কে ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি‌র কোরক হোমে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

Advertisement

এই ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশের ডিএসপি সমীর পাল বলেন, ‘‘সরকারি কোরক হোমে থাকা বিচারাধীন বন্দি এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।’’

পুলিশ সূত্রে খবর, মৃত কোচবিহারের বাসিন্দা। নেশা জাতীয় কোন‌ও বস্তু পাচারের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। মৃতের ভাই এসে বৃহস্পতিবার দেখা করে যাওয়ার পর ওই ঘটনা ঘটেছে। অভিযোগ, মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেও আত্মীয়দের হোমে ঢুকতে দেওয়া হয়নি। দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে হোমের গেট বন্ধ করে রাখা হয়। পরে আত্মীয় এবং স্থানীয়েরা ধাক্কা দিয়ে গেট খুলে ভিতরে প্রবেশ করে।

Advertisement

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। আসেন জেলা পুলিশের ডিএসপি সমীর পাল। পুলিশই মৃতের দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডিএসপি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের গাইড লাইন মেনে তদন্ত করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement