কৃতী পড়ুয়ারা। নিজস্ব চিত্র
নাসার আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে যোগ দেওয়ার ডাক পেল বালুরঘাটের গ্রিনভিউ ইংলিশ অ্যাকাডেমির ৮ ছাত্রছাত্রী। নাসার সঙ্গে যুক্ত একটি ভারতীয় সংস্থার উদ্যোগে, মহাকাশ গবেষণার উপরে, অনলাইনে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতাতেই সফল হয় বালুরঘাটের ওই ৮ পড়ুয়া।
১০ নভেম্বর আমেরিকার নাসায় আন্তর্জাতিক ওই আলোচনা চক্রে ডাক পেয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়া অঙ্কন চক্রবর্তী, অনীকরঞ্জন দাস, ডেইজি চৌধুরী, বৈদেহী মণ্ডল, সৌরজিতা কর, সপ্তর্ষি দাস, দেবার্ঘ্য বিশ্বাস এবং শাশ্বতী প্রজ্ঞা। এ দিন ‘গো টু গুরু’ নামে ওই সংস্থার কর্ণধার আব্দুল্লা খান বালুরঘাটে গিয়ে, বিজয়ী ওই আট ছাত্রছাত্রীর হাতে মেডেল ও শংসাপত্র তুলে দেন। তিনি বলেন, ‘‘ওই প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে প্রায় ৩ হাজার ছাত্রছাত্রী সম্মেলনটিতে ডাক পেয়েছে। যার মধ্যে রয়েছে ২৯৭জন ভারতীয়। পশ্চিমবঙ্গের মধ্যে বালুরঘাটের ওই ৮ জন পড়ুয়ার পাশাপাশি শিলিগুড়ির একটি স্কুল থেকেও ২ জন পড়ুয়া ডাক পেয়েছে।’’
আন্তর্জাতিক মঞ্চে এক সঙ্গে ৮ পড়ুয়া ডাক পাওয়ায় খুশি স্কুল কর্তৃপক্ষ। বালুরঘাটের ওই স্কুলটির অধ্যক্ষা কাকলি চক্রবর্তী বলেন, ‘‘ছাত্রছাত্রীদের কৃতিত্বে আমরা গর্বিত। এক সঙ্গে ৮ জন পড়ুয়ার সাফল্যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদানকেও সম্মান জানাই।’’