Maynaguri

Maynaguri: ময়নাগুড়ি-কাণ্ডে জামিন ৮ অভিযুক্তের, পেন দিয়ে কেটে ধারা বদলের অভিযোগ

গত বুধবার রাতে ময়নাগুড়িতে আবগারি দফতরের আধিকারিক সুমনা দত্তকে হেনস্থার অভিযোগ ওঠে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ০৩:৫৬
Share:

—ফাইল চিত্র।

ময়নাগুড়িতে মহিলা আধিকারিককে হেনস্থার ঘটনায় আট অভিযুক্তের জামিন। জামিন পেলেও, আগামী ৩০ জুলাই ফের সকলকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অভিযোগ, প্রথমে ১৮৬ ধারায় (কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া) তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হলেও, পরে পেন দিয়ে তা কেটে ৩৫৩ ধারা (কর্তব্য পালন করায় সরকারি কর্মীকে হেনস্থা)করে দেওয়া হয়। তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত।

Advertisement

গত বুধবার রাতে ময়নাগুড়িতে আবগারি দফতরের আধিকারিক সুমনা দত্তকে হেনস্থার অভিযোগ ওঠে। তা নিয়ে বৃহস্পতিবার ময়নাগুড়ি থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযোগ ওঠে, অভিযুক্ত আট জনই তৃণমূল কর্মী। তার পরই তাঁদের গ্রেফতার করে আদালতে তোলা হয়। কিন্তু ১ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়ে যায় আদালতে।

এ নিয়ে বিজেপি-র জেলা সভাপতি বাপি গোস্বামীর সঙ্গে যোগাযোগ করলে, তিনি বলেন, ‘‘যাঁরা আবগারি দফতরের মহিলা আধিকারিককে হেনস্থা করেছেন, তাঁর গাড়ির চালককে মারধর করেছেন, সকলেই তৃণমূলের লোক। বেআইনি মদের কারবারি। এদের কাটমানির টাকায় তৃণমূল চলছে। শাসক দলের চাপেই পুলিশ ধারা বদলাতে বাধ্য হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement