corona

Corona: প্রথমে ছাত্রীর করোনা, পরে কোভিড ধরা পড়ল দুই ছাত্রেরও, রায়গঞ্জে বন্ধ বেসরকারি স্কুল

রায়গঞ্জের বেসরকারি ওই স্কুলটির এক ছাত্রী-সহ তিন পড়ুয়া করোনা আক্রান্ত। প্রত্যেকেই নবম শ্রেণির পড়ুয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ১৬:২৭
Share:

স্কুলে জীবাণুনাশ ছড়ানো হচ্ছে। —নিজস্ব চিত্র।

এক ছাত্রী-সহ তিন পড়ুয়া করোনা-আক্রান্ত। তার জেরে আপাতত বন্ধ করা হল স্কুল। এই ঘটনা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের। শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের তিন পরীক্ষার্থী করোনা-আক্রান্ত হয়ে পড়ার খবরে সংক্রমণের আতঙ্ক ছড়িয়েছে অন্য পড়ুয়াদের মধ্যেও।
রায়গঞ্জের বেসরকারি ওই স্কুলে তিন পড়ুয়া আক্রান্ত। প্রত্যেকেই নবম শ্রেণির পড়ুয়া। মঙ্গলবার এক ছাত্রীর কোভিড ধরা পড়েছে বলে জানায় জেলা স্বাস্থ্য দফতর। এর পর তাকে বাড়িতে পাঠানো হয়। ওই ক্লাসের পড়ুয়া এবং শিক্ষকদের করোনা পরীক্ষা করানো হলে আরও দু’জনের করোনা ধরা পড়ে বুধবার। স্কুলের পঠনপাঠন আপাতত বন্ধ। জীবাণুনাশও করা হয়েছে। পাশাপাশি পড়ুয়াদের স্কুলে আসতে বারণ করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। পরবর্তীতে শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী স্কুল খোলা হবে বলেও জানানো হয়েছে।

Advertisement

স্কুলের পরিচালন সমিতির সম্পাদক প্রদীপকুমার দাস বলেন, ‘‘এক জন ছাত্রী কোভিড পরীক্ষা করেছিল। তার পর সে স্কুলেও এসেছিল। তার করোনা ধরা পড়ে বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর থেকে খবর আসে। ওই ছাত্রীকে বাড়ি পাঠানো হয়। এর পর ক্লাস বন্ধ করে সকলের কোভিড পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষায় আজ দু’জনের করোনা ধরা পড়েছে। এর পর স্কুল বন্ধ রাখা হয়েছে।। পড়ুয়াদের সকলেই নিভৃতবাসে রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement