জঙ্গল সাফ করতে গিয়ে বেরিয়ে এল তিনটি চিতাবাঘের ছানা। এই ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ক্রান্তির ধলাবাড়ি চা-বাগান এলাকায়।
বৃহস্পতিবার সকালে ওই চা-বাগান এলাকায় আগাছা সাফাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। তখনই তাঁরা দেখতে পান একটি চিতাবাঘ ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে সেখানে। চিতাবাঘটিকে দেখেই চিৎকার জুড়ে দেন শ্রমিকরা। সেই চিৎকার শুনেই জঙ্গলের দিকে পালিয়ে যায় চিতাবাঘ। সে পালাতেই কান্নার আওয়াজ শুনতে পান সেখানে কর্মরত শ্রমিকরা। সেখানে যেতেই তাঁরা দেখতে পান ঝোপের মধ্যে রয়েছে তিনটি চিতাবাঘের ছানা।
এর পরই খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়ে সেখানে ছুটে আসেন তারঘেরা রেঞ্জের বনকর্মীরা। তাঁরা এসেই ঘিরে ফেলেন ওই এলাকা। সেখান থেকে সরিয়ে দেন শ্রমিকদের। ঘটনা নিয়ে এক বনকর্মী বলেছেন, ‘‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা এখানে পাহারায় আছি। চিতাবাঘের ছানাদের এখন নিয়ে যাব না। মা চিতাবাঘ এসে কখন ওদের নিয়ে যায়, সেই অপেক্ষা করছি।’’