Snake venom

গৌড়বঙ্গ পাচারের ‘করিডর’, ১৭ কোটির সাপের বিষ সহ গ্রেফতার ৩

হিলির ভারত-বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত-পথকে সাপের বিষ পাচারের ‘করিডর’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ বিএসএফ আধিকারিকদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হিলি শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ০৭:৫৪
Share:

তরল-গরল: কাচের জারে উদ্ধার হওয়া বিষ। নিজস্ব চিত্র

ফের জার ভর্তি সাপের বিষ উদ্ধার করল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার বাহিনীর তরফে এ কথা জানানো হয়েছে। বুধবার রাতে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের কাঁটাতারবিহীন চকগোপালে একটি কালভার্টের নীচে কালো পলিথিন দিয়ে বিষের জারটি ঢাকা ছিল। ‘মেড ইন ফ্রান্স’ লেখা কাচের জারে প্রায় দু’ কেজি ১৪০ গ্রাম সাপের বিষ উদ্ধার হয়েছে। আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় ১৭ কোটি টাকা বলে সীমান্ত রক্ষী বাহিনী দাবি করেছে। এ দিন বিএসএফের পক্ষ থেকে জারটি বালুরঘাট বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। বন দফতরের তরফে জানানো হয়েছে, বিষের নমুনা আদালতের মাধ্যমে পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা হচ্ছে।

Advertisement

এর আগেও, কয়েক বার হিলিতে জার ভর্তি সাপের বিষ বিএসএফ উদ্ধার করেছে। যদিও আগের মতো এ বারেও পাচারকারীরা অধরা। হিলির ভারত-বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত-পথকে সাপের বিষ পাচারের ‘করিডর’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ বিএসএফ আধিকারিকদের। তবে বার বার সাপের বিষ উদ্ধার করলেও, পাচারকারীদের কেন গ্রেফতারের করা যাচ্ছে না, সে প্রশ্নও উঠেছে।

বিএসএফের এক আধিকারিকের দাবি, ‘‘গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানোর সময়ে পাচারকারীরা পালিয়ে যায়। বুধবারের ঘটনাতেও জওয়ানদের দেখে পাচারকারীরা জার লুকিয়ে রেখে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে, কালভার্টের নীচে লুকিয়ে রাখা জারটি উদ্ধার করা হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement