ধৃতদের নাম জয়নাল আবেদিন, আবু তালেব এবং রুদাল চৌধুরী। নিজস্ব চিত্র
কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার হল মালদহে। অভিযোগ, বসিরহাট থেকে চিনে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়েন তিন অভিযুক্ত। তাঁদের গ্রেফতার করেছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেদপুর বাইপাস সংলগ্ন অঞ্চলের একটি পেট্রল পাম্পে অভিযানে নামে পুলিশ। সেখান থেকে এই তক্ষকটি উদ্ধার করেন এএসআই জাকির হোসেন। তিন পাচারকারীকেও হাতেনাতে ধরা হয়। ধৃতদের নাম জয়নাল আবেদিন, আবু তালেব এবং রুদাল চৌধুরী। প্রত্যেকেই হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার বিভিন্ন গ্রামে থাকেন।
অভিযোগ, বসিরহাট থেকে তক্ষকটি নিয়ে বিহার হয়ে চিনের যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ধৃতেরা। তক্ষকটি উদ্ধার করে শুক্রবার বন দফতরের হাতে তুলে দিয়েছে পুলিশ। অভিযুক্তদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
পুলিশ জানিয়েছে, ওই বিরল প্রজাতির তক্ষকটির দৈর্ঘ্যে প্রায় ১২ ইঞ্চি। এটিকে বসিরহাট থেকে নিয়ে হরিশ্চন্দ্রপুরের বিহার সীমান্তবর্তী অঞ্চল দিয়ে নেপাল নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি। সেখান থেকে তক্ষকটিকে চিনে পাচার করা হত।
বন দফতরের দাবি, চিনে এই তক্ষকের জন্য প্রচুর মূল্য পাওয়া যায়। ওষুধ তৈরি থেকে নানা কারণেই চিনে তক্ষক কেনাবেচা হয় বলে সূত্রের খবর। হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয়কুমার দাশ বলেন, ধৃতেরা কী উদ্দেশ্যে তক্ষকটিকে কোথায় নিয়ে যাচ্ছিল, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।’’ বন দফতরের চাঁচল রেঞ্জের আধিকারিক মণীন্দ্রনাথ থোকদার বলেন, ‘‘হরিশ্চন্দ্রপুর থানা থেকে তক্ষকটি নিয়ে আপাতত বন দফতরের অধীনে রাখা হবে। এর পর আদালতের যা নির্দেশ মোতাবেক কাজ করা হবে।’’