police

ব্রাউন সুগার এবং জালনোট সমেত মালদহে গ্রেফতার তিন

গাড়ির ভিতর থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগার এবং এক লক্ষ ২০ হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৮
Share:

পুলিশের পিছনে তিন ধৃত। নিজস্ব চিত্র।

গাড়ির সাউন্ড সিস্টেমের ভিতরে ভরে ব্রাউন সুগার এবং জালনোট পাচারের চেষ্টা রুখে দিল ইংরেজ বাজার থানার পুলিশ। এই ঘটনায় মঙ্গলবার রাতে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঘটনার কথা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (হেড কোয়ার্টার) প্রশান্ত দেবনাথ। সঙ্গে ছিলেন ইংরেজবাজার থানার অন্য অফিসাররাও।

Advertisement

পুলিশ অফিসার জানিয়েছেন, মঙ্গলবার রাতে নাকা চেকিংয়ের সময় আটকানো হয় ওই গাড়িটি। তল্লাশি চালিয়ে গাড়ির সাউন্ড সিস্টেমের ভিতর থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগার এবং এক লক্ষ ২০ হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে। গাড়িটি কালিয়াচক থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানিয়েছেন তিনি।

এর পরই গাড়িতে থাকা তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বুধবার মালদহ জেলা আদালতে তোলা হয়েছে। ধৃতদের নাম কুমার প্রশান্ত (৩৪), নিজাম শেখ (২১) এবং ইব্রাহিম শেখ (২৯)। প্রশান্তের বাড়ি বিহারে। বাকি দু’জনের বাড়ি কালিয়াচকের মজমপুর এলাকায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement