উদ্ধার হওয়া প্যাঙ্গোলিন। নিজস্ব চিত্র।
জ্যান্ত প্যাঙ্গোলিন পাচারের চেষ্টা রুখে দিল বন দফতরের বিশেষ দল। ওই বন্যপ্রাণীকে মেঘালয় থেকে মুম্বই হয়ে দুবাইয়ে পাচারের পরিকল্পনা করেছিল পাচারকারীরা। মঙ্গলবারের এই অভিযানে দুই পাচারকারীকে গ্রেফতার করা হলেও পালিয়ে গিয়েছেন কুখ্যাত দুই পাচারকারী।
গোপন সূত্রে বন দফতরের কাছে খবর ছিল প্যাঙ্গোলিন পাচারের। সে জন্য ওৎ পেতে ছিলেন বন দফতরের কর্মীরা। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার ঝাঁঝাঙ্গিতে প্যাঙ্গলিনটিকে নিয়ে আসার কথা হয়। চার পাচারকারী একটি বাক্সের মধ্যে করে পাঙ্গলিনটিকে নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছতেই বন দফতরের কর্মীরা গ্রেফতার করেন দুই পাচারকারীকে। যদিও অপর দু’জন পালাতে সক্ষম হন।
ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছিল। বিচারক ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।