নিখোঁজের পর কেটে গিয়েছে প্রায় দু’মাস। তারপরেও হদিশ মেলেনি পুরাতন মালদহের কলেজ ছাত্রীর। তাই সোমবার মালদহ থানার পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে জেলা পুলিশের দ্বারস্থ হলেন নিখোঁজ কলেজ ছাত্রীর মা মিনতি মণ্ডল। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা পুলিশের কর্তারা। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ছাত্রীর নাম দেবী মণ্ডল। তিনি পুরাতন মালদহের গৌড় কলেজে প্রথম বর্ষের ছাত্রী। তাঁর বাবা ভানুবাবু পেশায় শ্রমিক। মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
পুরাতন মালদহের নাগেশ্বর পুরের নিত্যানন্দপুরের বাসিন্দা দেবী। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১১ জানুয়ারি সকাল সাড়ে দশটায় কলেজ যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন তিনি। সন্ধ্যের পরেও বাড়ি না ফেরার খোঁজ খবর শুরু করে দেন পরিবারের লোকেরা।
এমনকী, তাঁর কাছে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরের দিনই ১২ জানুয়ারি মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকেরা। তাঁদের অভিযোগ, থানাতে মোবাইল ফোনের নম্বর সহ অভিযোগ জানানো হয়েছিল। তারপরও পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে না। তাই এ দিন জেলা পুলিশের দ্বারস্থ হন নিখোঁজ ছাত্রীর মা মিনতিদেবী। তিনি বলেন, ‘‘মেয়ের খোঁজ পেতে আমরা একাধিকবার থানাতে গিয়েছি। পুলিশ কোন গা লাগাচ্ছে না। যার জন্য আমাদের একমাত্র মেয়ের কোনও হদিশ পাচ্ছি না।’’ জেলা পুলিশের এক কর্তা বলেন, মালদহ থানার পুলিশের গাফিলতির অভিযোগও খতিয়ে
দেখা হচ্ছে।