তিন মৃত। নিজস্ব চিত্র।
ধানের গোলায় চাপা পড়ে ঠাকুমা সহ দুই নাতির মৃত্যু হয়েছে মালদহের চাচোল থানার ধানগোড়া গ্রামপঞ্চায়েতের লোলিয়া গ্রামে। মৃতদের নাম তালু সোরেন (৫০), রোহিত টুডু (৭), রাহুল টুডু (৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিন রাজ্যের দিনমজুরি কাজ করে দশরথ টুডু ও তাঁর স্ত্রী। তাই দিদিমার কাছেই থাকত তাঁদের দুই সন্তান। ঠাকুমার শোওয়ার ঘরে ধানের গোলা ছিল। তা চাপা পড়ে মৃত্যু হয় ওই শিশুদের। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুল রহিম বক্সি। তিনি বলেছেন, ‘‘খুব দুঃখজনক ঘটনা। ওই পরিবারকে সরকারি নিয়মেই সাহায্য করা হবে।’’
তদন্তকারী পুলিশ আধিকারিকের অনুমান, অতিরিক্ত বৃষ্টির জেরে ধানের গোলার বাঁধন আগলা হয়ে যায়। সে জন্যই এমন বিপত্তি ঘটেছে। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।