Drug Smuggling

ছয় লক্ষ টাকার ব্রাউন সুগার-সহ দিনহাটায় গ্রেফতার দুই, ধৃতেরা মালদহের বাসিন্দা

পুলিশের দাবি, এর আগেও তিন বার দিনহাটায় এসে ব্রাউন সুগার দিয়ে গিয়েছিল দুই পাচারকারী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ০৩:০৪
Share:

ধৃতদের নাম সাইদুল ইসলাম এবং সালাম শেখ। —নিজস্ব চিত্র।

ব্রাউন সুগার-সহ মালদহের কালিয়াচকের দু’জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। ধৃতদের নাম সাইদুল ইসলাম এবং সালাম শেখ।

Advertisement

দীর্ঘ দিন ধরেই ব্রাউন সুগার পাচারচক্রের দুই পাচারকারীর দিকে নজর রেখেছিল পুলিশ। অবশেষে বুধবার মধ্যরাতে দিনহাটা শহরের ন’নম্বর ওয়ার্ড থেকে দুই পাচারকারীকে গ্রেফতার করে তারা। জানা গিয়েছে, ধৃতেরা মালদহের কালিয়াচক এলাকার বাসিন্দা। দীর্ঘ দিন ধরে তাঁরা দিনহাটার মিলন ও মতিয়ার নামের দু’জনকে ব্রাউন সুগার সরবরাহ করত। পুলিশের দাবি, এর আগেও তিন বার দিনহাটায় এসে ব্রাউন সুগার দিয়ে গিয়েছিল দুই পাচারকারী। বুধবার প্রায় ৬ লক্ষ টাকার মাদক উদ্ধার হয়েছে।

ব্রাউন সুগার। —নিজস্ব চিত্র।

দিনহাটার এসডিপিও ধীমান মিত্র জানান, দীর্ঘ দিন ধরে পুলিশ দু’জনের উপর নজর রেখেছিল। দিনহাটার বাসিন্দা মিলন ও মতিয়ার নামে দু’জন ব্রাউন সুগার সরবরাহের সঙ্গে যুক্ত ছিল। কিছু দিন আগেই পুলিশ তাদের গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ও মোবাইল থেকে বেশ কিছু তথ্য নেওয়ার পরে পুলিশের নজর ছিল সাইদুল ও সালামের উপর। বর্তমানে মিলন ও মতিয়ার জেলে রয়েছে। তার মধ্যেই সাইদুল ও সালাম দিনহাটায় এসেছিল। বুধবার রাত ১টা নাগাদ পুলিশ তাঁদের গ্রেফতার করে। মোট ১৮০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৬ লক্ষ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement