উদ্ধার হওয়া শঙ্খচূড় সাপ। নিজস্ব চিত্র।
জলপাইগুড়ির নাগরাকাটার সুখানি বস্তি থেকে উদ্ধার করা হল ১৩ ফুট লম্বা বিষধর শঙ্খচূড় (কিং কোবরা) সাপ। বন দফতর সূত্রের খবর, রবিবার বিকেলে গ্রামবাসীরা বিশাল সাপটিকেদেখতে পায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে। খবর দেওয়া হয়চ নাগরাকাটার সর্প প্রেমী সৈয়দ নইম বাবুনকে।
শঙ্খচূড় সাপটিকে থেকে উদ্ধার করে প্রথমে নিয়ে আসা হয় বনবিভাগের খুনিয়া রেঞ্জের দফতরে। সেখানে তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর পরে সোমবার দুপুরেই গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গলে ‘সর্পরাজ’কে ছেড়ে দেওয়া হয়। বাবুনের পাশাপাশি খুনিয়া রেঞ্জের বনকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে। খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজকুমার লায়েক বলেন, ‘‘উদ্ধার হওয়া সাপটিকে এদিন দুপুরে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।’’