Jalpaiguri

ডাইন অপবাদে এক ব্যক্তিকে পিটিয়ে খুন নাগরাকাটায়, জখম আরও ২ মহিলা

ময়নাখোলা এলাকায় সম্প্রতি কয়েক জন নানা অসুখে মারা যান। তার পর গুজব ছড়ায় এলাকার ২ মহিলা নাকি তন্ত্রমন্ত্রের মাধ্যমে তাঁদের খুন করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ২৩:৪৬
Share:

ডাইনি অপবাদে পিটিয়ে খুনের অভিযোগ। নিজস্ব চিত্র।

জলপাইগুড়িতে নাগরাকাটার ময়নাখোলাতে ডাইন অপবাদ দিয়ে ঘুমন্ত এক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হল বলে অভিযোগ। এই ঘটনায় আরও ২ মহিলাকে মারধর করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাখোলা এলাকায় সম্প্রতি কয়েক জন নানা অসুখে মারা যান। তার পর গুজব ছড়ায় এলাকার ২ মহিলা নাকি তন্ত্রমন্ত্রের মাধ্যমে তাঁদের খুন করেছে। এর পর ওই এলাকার কয়েক জন যুবক কোরিও কেওয়ার এবং চামেলি উরাও-কে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করেন। মারের মুখে ওই ২ মহিলা নাকি জানিয়েছেন, মোঙ্গারা উরাও (৬০) তাঁদের তাঁদের ‘বড় ডাইন’।

এবার ওই যুবকরা রাতের বেলাই মোঙ্গরাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। এবার ৩ জনকে বেঁধে রড লাঠি দিয়ে মার ধর করেন ওই যুবকরা।

Advertisement

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গুরুতর জখম অবস্থায় ২ মহিলাকে উদ্ধার করা গেলেও মোঙ্গরা ঘটনাস্থলেই মারা যান। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আর মার ধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ৭ জনকে গ্রেফতার করেছে। তদন্ত করে দেখা হচ্ছে আর কেউ জড়িত রয়েছে কিনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement