প্রতীকী ছবি।
কলকাতার পরে জেলার পুরভোটের জন্য প্রস্তুতি শুরু করে দিল উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস। ওয়ার্ড ধরে ধরে প্রার্থী বাছাই শুরু করার বার্তা দেওয়া হল জেলা কংগ্রেসের বৈঠকে। বামেদের সঙ্গে কোথাও জোট হবে কি না, সেই বিষয়ে জেলা নেতৃত্বের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে পরে। দলের নিজস্ব প্রস্তুতি আগে সেরে রাখার বার্তাই দেওয়া হয়েছে নেতা-কর্মীদের। পানিহাটির লোকসংস্কৃতি ভবনে রবিবারের বৈঠকে দলের সদস্যকরণের চলতি প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে। ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, অরুণাভ ঘোষ, জেলা কংগ্রেস (শহরাঞ্চল) সভাপতি তাপস মজুমদার প্রমুখ। কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপির কোনও ‘বিকল্প’ সম্ভব নয়, এই বার্তা দেওয়ার পাশাপাশিই কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, পুরবোর্ড গড়লে তাঁরা রাস্তা আটকে কোনও সংগঠনের সভাই করতে দেবেন না।