—প্রতীকী চিত্র।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আগামী ৮ জুলাই। গত শুক্রবার (৯ জুন) থেকে চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, চতুর্থ দিন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার নিরিখে বাকিদের পিছনে ফেলে দিয়েছে বিজেপি। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। অনেকটা পিছিয়ে তৃণমূল।
চলবে ১৫ জুন পর্যন্ত। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের নির্দেশের মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ পর্যন্ত আরও বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ। প্রথম চার দিনের প্রবণতা বলছে, পঞ্চায়েতের তিন স্তরে (গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ) মনোনয়ন জমা দেওয়ায় বাকিদের চেয়ে এগিয়ে বিজেপি। রাজ্য নির্বাচন কমিশনের মঙ্গলবারের রিপোর্ট বলছে, শুক্র, শনি, সোম এবং রবিবার পঞ্চায়েতের ত্রিস্তরে মোট ৯৩ হাজার ৪২৫টি মনোনয়ন জমা পড়েছে।
গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে বিজেপি একাই মনোনয়ন দিয়েছে ৩৭ হাজার ৫৬৫টি। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। তারা এই চার দিনে মনোনয়ন জমা করেছে ৩০ হাজার ২৪৯টি। তৃতীয় স্থানে তৃণমূল। তারা ৯,৩২৮টিটি মনোনয়ন জমা দিয়েছে। চতুর্থ স্থানে থাকা কংগ্রেস এই চার দিনে মনোনয়ন জমা দিয়েছে মোট ৭৩৬৯টি। প্রসঙ্গত, রাজ্যে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৩,৩১৭টি, পঞ্চায়েত সমিতি ৩৪১টি এবং জেলা পরিষদের সংখ্যা ২০টি। মোট ভোটার ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪।