West Bengal Panchayat Election 2023

পঞ্চম দিনে এক লাফে সবাইকে ছাপিয়ে গেল তৃণমূল! বৃহস্পতিবার মনোনয়নের শেষ দিন

রাজ্য নির্বাচন কমিশনের বুধবারের রিপোর্ট অনুযায়ী, পঞ্চম দিনের মাথায় পঞ্চায়েতের ত্রিস্তরে মোট ১ লক্ষ ৬২ হাজার ৬৫৫টি মনোনয়ন জমা পড়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব চলবে ১৫ জুন পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৩ ০১:২৪
Share:

মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব চলবে ১৫ জুন পর্যন্ত। —ফাইল চিত্র।

মনোনয়নপত্র জমার পঞ্চম দিনে এগিয়ে গেল তৃণমূল। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। গত শুক্রবার থেকে চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, পঞ্চম দিন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার নিরিখে বাকিদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছে শাসকদল। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। তৃতীয় স্থানে সিপিএম। বেশ খানিকটা পিছিয়ে কংগ্রেস। রাজ্য নির্বাচন কমিশনের বুধবারের রিপোর্ট অনুযায়ী, পঞ্চম দিনের মাথায় পঞ্চায়েতের ত্রিস্তরে মোট ১ লক্ষ ৬২ হাজার ৬৫৫টি মনোনয়ন জমা পড়েছে।

Advertisement

মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব চলবে ১৫ জুন পর্যন্ত। প্রথম পাঁচ দিনের পরিসংখ্যান বলছে, পঞ্চায়েতের ত্রিস্তর (গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ)-এ বিজেপির চেয়ে ৩ হাজার ১৮৩ মনোনয়নপত্রে এগিয়ে তৃণমূল। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে শাসকদল একাই মনোনয়ন দিয়েছে ৪৯ হাজার ৪৯১টি। দ্বিতীয় স্থানে বিজেপি। তারা পঞ্চম দিনে মোট ৪৬ হাজার ৩০৮টি মনোনয়ন জমা করেছে। তৃতীয় স্থানে সিপিএম। তারা এই পাঁচ দিনে ৩৮ হাজার ৩৯টি মনোনয়ন জমা করেছে। চতুর্থ স্থানে থাকা কংগ্রেস এই পাঁচ দিনে মনোনয়ন জমা দিয়েছে মোট ১১ হাজার ৮২৩টি।

তবে বুধবার জেলা পরিষদ আসনে তৃণমূল মোট ৪১৮টি মনোনয়ন জমা করেছে। বিজেপি (৭৫৯) এবং সিপিএম (৭২৭)-এর থেকে তারা অনেকটাই পিছিয়ে। পঞ্চায়েত সমিতির আসনে বিজেপি মোট ৬৭৮৬টি মনোনয়ন জমা দিয়েছিল। সেখানেও শাসকদল (৬০৫৮) পিছিয়ে। তবে, গ্রাম পঞ্চায়েতে সকলকে পিছনে রেখে এগিয়ে রইল। মোট ৪৩ হাজার ১৫টি মনোনয়ন জমা পড়ে।

Advertisement

মনোনয়ন জমার প্রথম চার দিনে তৃতীয় স্থানে ছিল তৃণমূল (৯,৩২৮) , দ্বিতীয় স্থানে ছিল সিপিএম (৩০,২৪৯টি) এবং প্রথম স্থানে ছিল বিজেপি (৩৭,৫৬৫টি)।

প্রসঙ্গত, রাজ্যে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৩,৩১৭টি, পঞ্চায়েত সমিতি ৩৪১টি এবং জেলা পরিষদের সংখ্যা ২০টি। মোট ভোটার ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement