COVID-19 Vaccine

রাত থাকতে লাইন দিয়েও অমিল, পূর্ব বর্ধমানে টিকার আকাল

মঙ্গলবার মাত্র দেড়শোটি টোকেন দেওয়া হয়। টিকা না পেয়ে নোডাল অফিসার সহ কর্ত্পক্ষের বিরুদ্ধে সরব হন কয়েকজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২১ ১৫:০২
Share:

টিকা নিতে লাইন নিজস্ব চিত্র।

পূর্ব বর্ধমান জেলায় করোনার টিকার আকাল। ‘নো ভ্যাক্সিন’ পোস্টার বিভিন্ন টিকা কেন্দ্রে। অনেকে লাইন দিয়েও টোকেন পাননি বলে অভিযোগ। বর্ধমান মেডিক্যাল কলেজের টিকা কেন্দ্রে টিকা না পেয়ে নোডাল অফিসার-সহ কর্তৃক্ষের বিরুদ্ধে সরব হন কয়েকজন। তাঁদের মধ্যে অনেকেরই প্রথম টিকা নেওয়া হলে দ্বিতীয় টিকা নেওয়া হয়নি। দ্বিতীয় টিকা নেওয়ার জন্য কেউ কেউ রাত ২টো বা ৩টে থেকে লাইন দিচ্ছেন। তারপর দীর্ঘসময় লাইনে থেকেও মিলছে না টোকেন। মঙ্গলবার মাত্র দেড়শোটি টোকেন দেওয়া হয়।

Advertisement

রুমা চট্টোপাধ্যায় নামে এক মহিলা জানান, তিনি তাঁর মাকে টিকা দেওয়াতে নিয়ে এসেছিলেন। তার জন্য ভোরবেলা লাইন দিয়েছেন। কিন্তু টিকা মেলেনি। লক্ষ্মীকান্ত পাল নামে এক ব্যক্তি আবার সরব হয়েছেন টিকা কেন্দ্রের অব্যবস্থা নিয়ে। তাঁর কথায়, ‘‘প্রথম টিকা পেয়েছি। এখন তারিখ পেরিয়ে যাচ্ছে দ্বিতীয় টিকার। এই নিয়ে তিনদিন ফিরে যেতে হল। কোনও দায়িত্ববোধ নেই। মানুষকে কবে টিকা দেওয়া হবে সেই তথ্যটুকু দিতে পারছে না কর্তৃপক্ষ। ওরা কি মানুষের দুর্দশা নিয়ে মজা দেখছে?’’

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণবকুমার রায় বলেন, ‘‘টিকার সরবরাহ কম আছে তাই সমস্যা হচ্ছে।’’ কিন্তু কেন এত অব্যবস্থা, তার কোন উত্তর ছিল না তাঁর কাছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement