সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁর বাড়িতে যাওয়ার পিছনেও রাজনীতি দেখছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতা সৌরভের বাড়িতে গিয়েছিলেন বৃহস্পতিবার। দিলীপবাবু সে বিষয়ে শুক্রবার বলেন, ‘‘সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্যসভার সাংসদ হলে আমাদের কোনও আপত্তি নেই।’’ কিন্তু মুখ্যমন্ত্রী সৌরভের বাড়িতে গিয়েছিলেন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। তার সঙ্গে সৌরভের রাজ্যসভার সাংসদ হওয়ার সম্পর্ক কী? দিলীপবাবুর জবাব, ‘‘যতই মুখ্যমন্ত্রী কেবলমাত্র শুভেচ্ছা-বার্তা জানাতে সৌরভের বাড়িতে যান না কেন, আমরা জানি, রাজনীতির বাইরে নেতা-নেত্রীরা এক পা-ও রাখতে পারেন না! তবে আমাদের সৌরভকে নিয়ে কোনও আপত্তি নেই।’’
দিলীপবাবুর এই মন্তব্যকে ‘সঙ্কীর্ণ মানসিকতা’র পরিচয় বলে মনে করছে তৃণমূল। শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন, ‘‘রাজনীতিতে সৌজন্য থাকে। দিলীপবাবুরা বিধানসভা ভোটের আগে চেষ্টা করে যে ব্যর্থ হয়েছিলেন, তার ফলে অতৃপ্ত আত্মার প্রতিধ্বনি শোনা যাচ্ছে তাঁর কথায়! উনি বরং, সৌরভের হাফ সেঞ্চুরি নিয়ে মাথা না ঘামিয়ে পেট্রলের সেঞ্চুরি নিয়ে ভাবুন!’