Student Council

অনুরোধ নয়, নির্দেশের দাবি

আবেদন ছেড়ে এ বার ওই মর্মে নির্দেশ জারি করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানাল ছাত্র পরিষদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২০ ০৬:৫০
Share:

ছাত্র পরিষদ সভাপতি সৌরভ প্রাসাদ

করোনা পরিস্থিতি ও লকডাউনের মধ্যে ফি না বাড়ানোর জন্য বেসরকারি স্কুলগুলির প্রতি একাধিক বার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। কিন্তু তাতে কাজ হচ্ছে না। আবেদন ছেড়ে এ বার ওই মর্মে নির্দেশ জারি করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানাল ছাত্র পরিষদ। সংগঠনের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ রবিবার বলেন, ‘‘পাশের রাজ্য ঝাড়খণ্ড স্কুলের ফি না বাড়াননোর নির্দেশিকা জারি করতে পারলে আমাদের রাজ্য পারবে না কেন? ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের স্বার্থ সরকার দেখবে না?’’ বিশেষ পরিস্থিতিতে কলেজ, বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ করার জন্য রাজ্য যে নির্দেশিকা জারি করেছে, তাকে ছাত্র আন্দোলনের জেরে দাবি আদায় বলেই মনে করছেন সৌরভেরা। তাঁদের দাবি, নানা রাজ্যেই এনএসইউআই-এর এই লড়াইয়ে ফল মিলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement