আগামী সপ্তাহে রাজ্যের প্রায় সব জেলাতেই থাকতে পারে ঘন কুয়াশায়। — ফাইল চিত্র।
মেঘলা আকাশ। স্যাঁতসেঁতে আবহাওয়া। এই বুঝি বৃষ্টি নামল! রবিবারেই ক্ষান্ত দেয়নি। আগামী সপ্তাহে কমবেশি এ রকমই আবহাওয়া থাকবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। কলকাতা-সহ বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অনেক জায়গাতেই ঘন কুয়াশা থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অর্থাৎ এখনই কনকনে শীত থেকে বঞ্চিত হচ্ছে না বঙ্গবাসী।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলি মোটামুটি শুষ্ক থাকবে। তবে প্রায় সব জেলাতেই থাকবে কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আকাশ থাকতে পারে মেঘলা। আপাতত রোদের খুব একটা দেখা মিলবে না। কুয়াশার কারণে ট্রেন, যান, বিমান চলাচল বিঘ্নিত হতে পারে। সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। রাস্তায় বৃদ্ধি পেতে পারে যানজট।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। সঙ্গে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। আগামী বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হতে পারে হালকা বৃষ্টি। তবে ঠান্ডা মোটামুটি থাকবে দক্ষিণবঙ্গে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী পাঁচ দিন একই থাকবে। এখনই তা বৃদ্ধি পাবে না।
সোমবার উত্তরের আট জেলাতেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও ওই দুই জেলায় হতে পারে হালকা বৃষ্টি। তবে বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণের মতো উত্তরের জেলাগুলিতেও কুয়াশার প্রকোপ থাকবে। সোমবার আটটি জেলাই ঘন কুয়াশায় ঢাকা থাকবে। সেই সঙ্গে থাকবে কনকনে ঠান্ডা। আগামী পাঁচ দিন উত্তরেও রাতের তাপমাত্রার হেরফের হবে না।