ভাটপাড়ায় আজ ফের অনাস্থা বৈঠক

ডিভিশন বেঞ্চের নির্দেশে তৃণমূল শিবির উল্লসিত। বিজেপি অবশ্য হাল ছাড়ছে না। আজই তারা সুপ্রিম কোর্টে আপিল করবে বলে জানিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ০৪:৩১
Share:

ভাটপাড়া পুরসভা

চলতি মাসের ২ তারিখে ভাটপাড়া পুরসভায় পাশ হওয়া অনাস্থা প্রস্তাবের মোকাবিলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। প্রথমে কিছুটা অক্সিজেন মিললেও তা দীর্ঘস্থায়ী হল না। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সোমবার নির্দেশ দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ আজ, মঙ্গলবার আবার অনাস্থা বৈঠক করতে হবে।

Advertisement

ডিভিশন বেঞ্চের নির্দেশে তৃণমূল শিবির উল্লসিত। বিজেপি অবশ্য হাল ছাড়ছে না। আজই তারা সুপ্রিম কোর্টে আপিল করবে বলে জানিয়েছে।

এ দিন আপিল মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান সৌরভ সিংহ ও উত্তর ২৪ পরগনার জেলাশাসককে নির্দেশ দেয়, অনাস্থা বৈঠকের নোটিস পুরসভার বোর্ডে টাঙিয়ে দিতে হবে। পুরভবনের ‘মিটিং রুমে’ জেলাশাসকের তত্ত্বাবধানে আজ বেলা ১টায় সেই বৈঠক হবে। তার রিপোর্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মুখবন্ধ খামে আদালতে পেশ করবেন জেলাশাসক।

Advertisement

আরও পড়ুন: সংরক্ষণ আইনের জন্য বিধানসভার অধিবেশন ৯ই

ভাটপাড়ার ১৮ জন কাউন্সিলর ৬ ডিসেম্বর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিস দেন। চেয়ারম্যান ২০ ডিসেম্বর নোটিস দিয়ে জানান, ওই প্রস্তাবের প্রেক্ষিতে ২০ জানুয়ারি বৈঠক ডাকা হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধ গোষ্ঠীর তিন কাউন্সিলর ৩০ ডিসেম্বর অনাস্থা প্রস্তাবের উপরে তলবি সভা ডেকে একটি নোটিস দেন। বৈঠকের দিন স্থির হয় ২ জানুয়ারি। ওই দিন সকাল সাড়ে ১০টায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: অতি সক্রিয় হতে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

তার জেরে চেয়ারম্যান-ঘনিষ্ঠ এক কাউন্সিলর ২ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিংহের এজলাসে মামলা করেন। তিনি জানান, অনাস্থা প্রস্তাবের উপরে ৩০ ডিসেম্বর তলবি সভার যে-নোটিস দেওয়া হয়েছিল, তা অবৈধ। বিচারপতি সিংহ সেই নোটিস খারিজ করে দেন। বিচারপতি সিংহের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি দত্ত ও বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আপিল মামলা করেন চেয়ারম্যানের বিরুদ্ধ গোষ্ঠীর তিন কাউন্সিলর। এ দিন সেই মামলার শুনানিতেই ডিভিশন বেঞ্চ পুনরায় অনাস্থা বৈঠকের নির্দেশ দেয়। বিচারপতি দত্তের পর্যবেক্ষণ, গণতান্ত্রিক ব্যবস্থায় যদি কারও উপরে আস্থা না-থাকে, তা হলে তাঁর উচিত তাঁর উপরে আস্থা আছে কি না, সেটা পরীক্ষা করিয়ে নেওয়া। সেই জন্যই আদালত চায়, চেয়ারম্যানের উপরে কাউন্সিলরদের আস্থা আছে কি না, মঙ্গলবারেই তার পরীক্ষা হয়ে যাক।

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ বলেন, ‘‘আমরা মঙ্গলবার সকালেই সুপ্রিম কোর্টে আপিল করছি। শীর্ষ আদালত স্থগিতাদেশ দিলে আমাদের কাউন্সিলরেরা অনাস্থা বৈঠকে যাবেন না।’’ উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘বিজেপি যে-কোনও আদালতে যেতে পারে। তাতে তাদের কাউন্সিলরের সংখ্যা বাড়বে না। হাতে সংখ্যা থাকলে কেউ সময় কিনতে আদালতে ঘুরঘুর করে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement