মহিলা সমিতির সভানেত্রী মালিনীই

মুম্বইয়ে সিপিএমের মহিলা সংগঠনের দ্বাদশ সর্বভারতীয় সম্মেলনের উদ্বোধন করেছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ০৪:৪৫
Share:

—নিজস্ব চিত্র।

সর্বভারতীয় শীর্ষ নেতৃত্বে কোনও পরিবর্তন আনল না গণতান্ত্রিক মহিলা সমিতি। সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী হিসেবে বাংলার প্রাক্তন সাংসদ মালিনী ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক পদে মরিয়ম ধওয়েলেই পুনর্নির্বাচিত হলেন। বাংলার ১০ নেত্রী জায়গা পেলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে।

Advertisement

মুম্বইয়ে সিপিএমের মহিলা সংগঠনের দ্বাদশ সর্বভারতীয় সম্মেলনের উদ্বোধন করেছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। চার দিনের সম্মেলন শেষে ১০১ জনের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে সর্বসম্মতিক্রমেই। এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী মহিলা সমিতির ‘প্যাট্রন’ নির্বাচিত হয়েছেন। মনুবাদে বিশ্বাসী আরএসএস-বিজেপির জমানায় নারী অধিকার যে ভাবে বিপন্ন, তার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালানোর ডাক দেওয়া হয়েছে মহিলা সম্মেলন থেকে। বর্তমান পরিস্থিতিতে দেশের সংবিধানকে রক্ষা করা এবং ধর্মনিরপেক্ষতার কাঠামো বজায় রাখার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি নেওয়ার কথাও বলেছে মহিলা সমিতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement