প্রতীকী ছবি।
সোমবার মধ্যরাতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র একটি দল হানা দেয় মুর্শিদাবাদের জলঙ্গির নওসেরের পাড়া গ্রামের মোশারফ মণ্ডল ও আকবর আলি নামে দুই ব্যক্তির বাড়িতে। এনআইএ সূত্রে জানা গিয়েছে মুন্না আনসারি নামে এক সন্দেহভাজনের খোঁজেই এই দুই বাড়িতে তল্লাশি চালানো হয়। যদিও মুন্নার হদিস মেলেনি বলে জানতে পারা গিয়েছে। প্রশাসনিক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে জঙ্গি যোগে জড়িত সন্দেহে ধৃত জলঙ্গির বাসিন্দা মইনুল ইসলামের সাথে কেরলে একই হোটেলে কাজ করতেন মুন্না। মইনুল গ্রেফতারের পর থেকেই উধাও সে।