Chhatradhar Mahato

ছত্রধর মাহাতোর বিরুদ্ধে এনআইএ তদন্তের নির্দেশ

তদন্তে কোনও শর্ত আরোপ করেনি কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশের ফলে শালবনি এলাকায় এনআইএর দল তদন্তে নামবে।

Advertisement
শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ০৫:০৪
Share:

ছত্রধর মাহাতো। ফাইল চিত্র।

তৃণমূলের নবগঠিত রাজ্য কমিটির সদস্য তথা মাওবাদীদের গণসংগঠন বলে পরিচিত পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাতোর বিরুদ্ধে এনআইএ তদন্তে আর বাধা থাকল না। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এনআইএকে তদন্ত চালিয়ে যেতে এবং আইনমাফিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। তবে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্ত দেওয়ার বিরোধিতা করে ছত্রধর মাহাতো যে মামলা করেছিলেন বিচারপতি দেবাংশু বসাক তা গ্রহণ করেছেন। ছ’সপ্তাহের মধ্যে উভয়পক্ষকে হলফনামা দিতেও বলেছেন। এর মাঝে এনআইএ ডাকলে ছত্রধরকে হাজিরা দিতে হবে।

Advertisement

তদন্তে কোনও শর্ত আরোপ করেনি কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশের ফলে শালবনি এলাকায় এনআইএর দল তদন্তে নামবে। দ্রুত তদন্ত শেষও করতে চায় বলে তদন্তকারী সংস্থা আদালতে জানিয়েছে। ছত্রধরের বিরুদ্ধে ২০০৯ সালের সিপিএম নেতা প্রবীর মাহাতো খুন এবং রাজধানী এক্সপ্রেস পণবন্দি মামলায় তৎপর হয়েছে এনআইএ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement