প্রতীকী ছবি।
করোনা এবং লকডাউন পরিস্থিতিতে তৈরি হল গাড়ি শিল্পক্ষেত্রে নতুন ইউনিয়ন। নবগঠিত ‘অটোমোবাইল ডিলার ওয়ার্কার্স ইউনিয়ন’-এর ডাকে শুক্রবার ডালহৌসিতে বিক্ষোভ জমায়েত থেকে দাবি তোলা হল, লকডাউনের সময়ে গাড়ির ডিলার সংস্থার কর্মীদের পুরো বেতন দিতে হবে, ছাঁটাই করা চলবে না, পিএফ এবং ইএসআই নিয়মিত জমা করতে হবে, কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত হলে চিকিৎসার ভার সংস্থাকেই নিতে হবে। নতুন ইউনিয়নের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষের বক্তব্য, গত দু’মাসে দু’চাকা এবং চার চাকার গাড়ির চাহিদা বেড়েছে। কিন্তু ডিলার সংস্থার কর্মীরা সব ক্ষেত্রে ঠিকমতো পাওনা পাচ্ছেন না। ইউনিয়নের তরফে সব সংস্থাকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।