Vintage Car

ভিন্টেজ গাড়ি নথিভুক্ত করতে বিশেষ ব্যবস্থা

নিয়মিত কর মেটানোর ঝক্কির কারণে অনেকে ওই সব গাড়ি আর নতুন করে নথিভুক্ত করতেন না। এ বার সেগুলি নথিভুক্ত করার বিশেষ ব্যবস্থা চালু করছে পরিবহণ দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ০৬:৫২
Share:

নতুন রেজিস্ট্রেশন নম্বর এবং ফলক গাড়িতে ব্যবহারের সুযোগ পাবেন গাড়ির মালিকেরা। —ফাইল চিত্র।

ভিন্ দেশের রোলস রয়েসের সিলভার ঘোস্ট, ফোর্ড মাস্ট্যাং, বিটল, অস্টিন, কিংবা প্যাকার্ডের বিভিন্ন পুরনো মডেলের গাড়ির পাশাপাশি এ দেশের প্রিমিয়ার পদ্মিনী কিংবা স্ট্যান্ডার্ড হেরাল্ড— সবই ভিন্টেজ গাড়ি। দীর্ঘ দিনের পুরনো ওই সব গাড়ি এত দিন অনেকের ব্যক্তিগত সংগ্রহে থাকলেও রাস্তায় চোখে পড়ত বিশেষ র‌্যালি অথবা প্রদর্শনীর সময়ে।

Advertisement

নিয়মিত কর মেটানোর ঝক্কির কারণে অনেকে ওই সব গাড়ি আর নতুন করে নথিভুক্ত করতেন না। এ বার সেগুলি নথিভুক্ত করার বিশেষ ব্যবস্থা চালু করছে পরিবহণ দফতর। মূলত ৫০ বছর বা তার বেশি পুরনো গাড়ি নথিভুক্ত করার জন্য বিবেচিত হবে বলে জানিয়েছে তারা। এককালীন ২০ হাজার টাকার বিনিময়ে ১০ বছরের জন্য গাড়ি নথিভুক্ত করার সুযোগ পাবেন চালকেরা। পরে পাঁচ হাজার টাকা দিয়ে তা নবীকরণ করা যাবে।

এ ক্ষেত্রে গাড়ির মালিকদের হাই সিকিয়োরিটি নম্বর প্লেটের পরিবর্তে সাধারণ নম্বর প্লেট এবং একটি পিতলের বিশেষ ফলক দেওয়া হবে। নতুন রেজিস্ট্রেশন নম্বর এবং ফলক গাড়িতে ব্যবহারের সুযোগ পাবেন গাড়ির মালিকেরা।

Advertisement

পিতলের ওই ফলক দেখেই গাড়িটিকে ভিন্টেজ মর্যাদার গাড়ি হিসাবে চেনা যাবে। তবে, ওই সব গাড়ি নিয়মিত রাস্তায় চালানোর বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ মিলবে না। সদ্য জারি হওয়া নির্দেশ অনুযায়ী, ওই সব গাড়ির জন্য মালিকদের পথকর-সহ অন্যান্য কর দিতে হবে না। নতুন নির্দেশের ফলে ভিন্টেজ গাড়ি সংগ্রহে রাখা নিয়ে মালিকদের আইনি সমস্যা কমবে। তবে বিশেষ ক্ষেত্রে ওই সব গাড়ি পুরনো ব্যবস্থা মেনে নিয়মিত কর দিয়ে চলতে পারবে।

ভিন্টেজ গাড়ি নথিভুক্তির সুবিধা পাওয়ায় তা সংগ্রহে রাখা নিয়ে সমস্যা কমবে। পরিবহণ দফতরের কাছেও রাজ্যের কোথায় কী গাড়ি রয়েছে, সেই পরিসংখ্যান থাকবে। নতুন ব্যবস্থা সরকারের কর আদায়ের পথ খুলবে বলেও মনে করা হচ্ছে।ভিন্টেজ গাড়ি সংগ্রহে রাখার বিপুল খরচের কারণে সে সব নতুন করে নথিভুক্ত করতেন না অনেকেই। সরকারের কাছে গাড়ির সংখ্যার হদিস না থাকায় রাজস্ব আদায় ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ফলে নয়া ব্যবস্থায় কর আদায়ের পথও খুলবে বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement