—প্রতীকী ছবি।
সামনে রাষ্ট্রপতি নির্বাচন। সেই উপলক্ষে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে নতুন স্ট্রংরুম তৈরি হল বিধানসভায়। রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট বাক্স রাখা হবে ওই ঘরে। তার পর থেকে রাজ্যসভা-সহ যে সব নির্বাচনে বিধায়কেরা ভোট দেবেন, তখনই ওই স্ট্রং রুম কাজে লাগানো হবে।
এর আগে বিধানসভার বিভিন্ন ঘরকে অস্থায়ী স্ট্রং রুম হিসাবে ব্যবহার করা হত। এ বার রাষ্ট্রপতি নির্বাচনের আগে দিল্লি থেকে পরিদর্শনে এসেছিলেন নির্বাচন কমিশনের পরিদর্শকেরা। সম্ভাব্য স্ট্রং রুম করার জন্য তাঁদের যে ঘরটি দেখানো হয়েছিল, তার দু’দিকে দু’টি দরজা ছিল। নিরাপত্তা বন্দোবস্তের জন্য একটি দরজা সরিয়ে দেওয়াল তুলে দিতে বলেন কমিশনের প্রতিনিধিরা। ঘর ভাঙাভাঙি না করে শেষ পর্যন্ত প্রধান বিরোধী দলের পরিষদীয় কক্ষের পাশে একটি ছোট ঘরকে সারিয়ে, দরজার বাইরে গ্রিল লাগিয়ে নতুন স্ট্রং রুম তৈরি করে দেওয়া হয়েছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেন, ‘‘নির্বাচন কমিশনের নির্দেশে স্ট্রং রুম তৈরি হয়েছে। এটাই এ বার থেকে স্থায়ী স্ট্রং রুম হবে।’’ বর্ষীয়ান বিধায়কেরা জানাচ্ছেন, আগে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে এত কড়াকড়ি ছিল না। তখন সুবিধামতো স্ট্রং রুম করে নেওয়া যেত। এখন আর তা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন
বিরোধী জোটের রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে মীরা কুমারের মনোনয়ন জমা দেওয়ার কথা বুধবার। তৃণমূল পরিষদীয় দলের তরফে সেখানে উপস্থিত থাকতে দিল্লি যাচ্ছেন তাপস রায়। বিধানসভায় এসে এ দিন তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বৈঠক করেন স্পিকারের সঙ্গে। সচিবালয় সূত্রের খবর, দুই প্রার্থী রামনাথ কোবিন্দ ও মীরার মনোনয়ন জমা দেওয়া হলে গেলে আনুষ্ঠানিক ভাবে নোটিস দেওয়া হবে বিধানসভায়। তার পরে দুই প্রার্থীই আসবেন বিধানসভায় ভোট চাইতে।