ফাইল চিত্র
আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫০ শতাংশ বসার আসন খালি রেখে খোলা যাবে কোচিং সেন্টার। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বাড়ল করোনা সংক্রান্ত বিধিনিষেধ। নয়া কোভিড নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত যানবাহন চলাচল বা বাড়ির বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা আগের মতোই জারি থাকছে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম আগের মতো থাকবে। তবে লোকাল ট্রেন পুরদস্তুর চালানোর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি রাজ্য সরকার।
তৃতীয় ঢেউ তীব্রতর আকার নেবে বলে আশঙ্কা রয়েছে। সেই পরিস্থিতিতে শনিবার করোনা বিধি নিয়ে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। পরিস্থিতি পর্যালোচনা করে পুজোর পর স্কুল খোলার বিষয়ে ভাবনা চিন্তা করা হবে বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগস্টের শেষ শনিবার জারি করা নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বোচ্চ ৫০ শতাংশ আসনে পড়ুয়াদের বসিয়ে খোলা যাবে কোচিং সেন্টার। তবে সে ক্ষেত্রে স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।
শনিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব সব রাজ্যকে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় তৈরি থাকার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে আসন্ন উৎসবের মরসুমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক গুচ্ছ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।