Sukanta Majumdar

Sukanta Majumder: মঙ্গল সকালেই কলকাতায় সুকান্ত, নতুন সভাপতিকে দফায় দফায় সংবর্ধনার পরিকল্পনা বিজেপির

তপন শিকদারের পর আবার উত্তরবঙ্গের কেউ রাজ্য বিজেপির সভাপতি হলেন। তাঁকে সংবর্ধনা দিতে প্রস্তুত হচ্ছে রাজ্য বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ০০:৫৭
Share:

রাজ্য বিজেপির নতুন সভাপতি সুকান্ত মজুমদার। ফাইল ছবি।

নাম ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বালুরঘাট থেকে কলকাতা পৌঁছচ্ছেন রাজ্য বিজেপির নয়া সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার সকালে তিনি শিয়ালদহ স্টেশনে নামবেন। তার পর কয়েক দফায় তাঁকে সংবর্ধনা দেবেন দলীয় কর্মী-সমর্থকেরা।
তপন শিকদারের পর আবার উত্তরবঙ্গ থেকে রাজ্য সভাপতি পেল বিজেপি। নাম ঘোষণার পরই জানা গেল, পদাতিক এক্সপ্রেসে মঙ্গলবার সাত সকালেই কলকাতা পৌঁছে যাচ্ছেন সুকান্ত। রাজ্য বিজেপি সূত্রে খবর, সকাল সাড়ে ৬টায় শিয়ালদহ স্টেশনে নামার কথা তাঁর। তার পর সকাল ১১টায় রাজ্য বিজেপি-র সদর দফতর মুরলীধর সেন লেনের কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হবে তাঁকে। বেলা সাড়ে ১২টায় রাজ্য বিজেপি-র নবনিযুক্ত সভাপতিকে সংবর্ধনা দেওয়া হবে হেস্টিংসের পার্টি অফিসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement