ফাইল চিত্র।
তথ্য-প্রযুক্তি শিল্পে কর্মসংস্থানের নয়া নজির গড়ল রাজ্য। গত দশ বছরে এই শিল্পে কর্মসংস্থান বেড়েছে তিন গুণ। বুধবার এই তথ্য দিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘কর্মসংস্থান তৈরিতে বদ্ধ পরিকর রাজ্য সরকার। তথ্যপ্রযুক্তি শিল্পে নিয়োগ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।’ এ সংক্রান্ত তথ্য দিয়ে তিনি আরও লেখেন, ‘কলকাতায় টিসিএস ৫০ হাজার কর্মী নিয়োগ হয়েছে। ২০১১ সালে এই সংখ্যা ছিল মাত্র ১৫ হাজার। এই সময় কালের মধ্যে তিন গুণ বেড়েছে কর্মসংস্থান।’
তৃণমূল সরকার তিন বার ক্ষমতায় এলেও বিরোধীদের অভিযোগ— রাজ্যে কর্মসংস্থান নেই। তাদের অভিযোগ, শিল্প সম্মেলনে কোটি কোটি টাকা খরচ হলেও কোনও বিনিয়োগ নেই রাজ্যে। শিল্প-সম্মেলনের আগে তথ্য-প্রযুক্তি শিল্পে নিয়োগের পরিসংখ্যান দিয়ে সেই অভিযোগকে খণ্ডন করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।
সিঙ্গুরে যে টাটা কারখানার জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন মমতা, বর্তমানে সেই টাটা-র সঙ্গে সম্পর্কের বরফ অনেকটাই গলেছে। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে টাটা গোষ্ঠী। মাস কয়েক আগে ওই সংস্থার সঙ্গে হাত মিলিয়ে দু’টি ক্যানসার হাসপাতাল তৈরির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এ বার কর্মসংস্থান তৈরিতে টাটা সংস্থার কৃতিত্বকেই তুলে ধরলেন মমতা।