পার্থপ্রতিম রায়
এক পক্ষের তালিকায় আনকোরা মুখ। কঠিন সময়ে অন্য শিবিরের ভরসা পুরনো, পরীক্ষিত মুখ। নতুন-পুরনোর দুই মেরুতে থেকেই কোচবিহার লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে যাচ্ছে তৃণমূল ও বামফ্রন্ট।
তৃণমূল সাংসদ রেণুকা সিংহের মৃত্যুতে উত্তরবঙ্গের এই আসনে উপনির্বাচন ১৯ নভেম্বর। তৃণমূলের তরফে বুধবার কোচবিহারের প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে পার্থপ্রতিম রায়ের নাম। তরুণ নেতা পার্থবাবু শাসক দলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা নেতৃত্বে আছেন। কোচবিহারের রাজনীতিতে পার্থবাবু তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের ঘনিষ্ঠ বলেই পরিচিত। পার্থবাবু রাজবংশী ভাষা অ্যাকাডেমিরও সদস্য। তাঁকে সামনে রেখে রাজবংশী ভাবাবেগও ধরে রাখতে চাইছে শাসক দল।
পক্ষান্তরে, বামফ্রন্টের প্রার্থী হচ্ছেন নৃপেন্দ্রনাথ রায়। ওই কেন্দ্র থেকেই ২০০৯ থেকে ২০১৪, পাঁচ বছর নৃপেনবাবু ফরওয়ার্ড ব্লকের সাংসদ ছিলেন। গত লোকসভা নির্বাচনে তিনি আর প্রার্থী হননি। তৃণমূলের রমরমার বাজারে এক সময়ের শক্ত ঘাঁটি কোচবিহারেও ফব-র ঘর ভেঙেছে। তার উপরে বিজেপি-তৃণমূলের মধ্যে মেরুকরণের আশঙ্কা করছেন বাম নেতাদেরই একাংশ। এমন পরিস্থিতিতে প্রাক্তন সাংসদকে সামনে রেখেই লড়তে চাইছেন ফব নেতৃত্ব।
নৃপেন্দ্রনাথ রায়
উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে আলোচনা করতে প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটির বৈঠক ডাকা হয়েছে রবিবার। প্রার্থী বাছাই এখনও করে উঠতে পারেনি বিজেপিও। যদিও বাম ও তৃণমূল শিবিরের একাংশও মনে করছে, কোচবিহারে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে গেরুয়া শিবিরই। সীমান্তবর্তী এলাকায় চিরাচরিত প্রভাবের সঙ্গে গ্রেটার কোচবিহার, ছিটমহল আন্দোলনকারীদের পাশে টেনে বিজেপি আরও শক্তি বাড়িয়েছে।